দেখিয়া বিস্মিত হয়ে জসদার চিত।
দেবের দেবতা বলি জানিল বিদিত।।
* * * * দর পরে এ মহিমণ্ডল ।
সে জন মানুস বলি কার এত বল।।
পুরূবে সুনিলুঁ মোরা বেদ অধ্যায়নে।
* * সনাতন বলি লেখিল পুরানে।।
দেব ভগবান -সক্তি বৈকণ্ঠেতে বৈসে।
দেব সনাতন তার বলে ঋ * * * ।।
তার সক্তি অকৈতব কহনে না জাএ।।
এ ভবসংসার জার দেখিল হিয়াএ।
এ জন মানুস বলি * * * * * * ।
দেবতা শ্রীহরি ইহ জানিলাহুঁ ভাবে।।
আপনা আপনি রানি ভাবিতে লাগিলা।
কাহারে * * * * * * * * * লিলা।।
বালকের এত সক্তি কহনে না জাএ।
এত সক্তি বালকের দেখিল হিয়ায়ে।।
ব্রহ্মা * * * * * * * চোদ্য ভুবন।
ইহার সকতি জেন দেব নারায়ন।।
মোর গৃহে অবস্থিতি হেনক ছায়াল।
চণ্ডিদাস কয় * * সকতি বিসাল।।