দেখ অপরূপ চৈতন্যহাট।
কুলের কামিনী কয়য়ে নাট।।
হাট বসাওল নিতাই বীর।
কাহুঁক চরণ কাহুঁক শীর।।
অবনী কম্পিত নিতাইভরে।
ভাইয়া ভাইয়া বলে গভীর স্বরে।।
গৌর বলিতে সৌর হীন।
প্রেমে না জানে রজনী দিন।।
এ বড় মরমে রহল শেল।
নিতাই না ভজি বিফল ভেল।।
কহয়ে মাধব শুন রে ভাই।
নিতাই ভজিলে গৌরাঙ্গ পাই।।