দেখ দেখ অপরূপ।
এ নর-কুঞ্জর শোভিছে সুন্দর
বড় আনন্দের কূপ।।
নিকুঞ্জ-ভবনে বিলাসি সঘনে
লহরী মদন ভাতি ।।
মদন দংশল হিয়ার মাঝার
হেরিয়া ধবল রাতি।।
যখন মোহিত গোপিনী মোহিতে
তেজিয়া কুঞ্জের বাস।
বিন্ধল মদন ধানুকী ধনুক
ছাড়িয়া নাগর-পাশ।।
পরের রমণী নিশিতে গমন
জানিয়া নাগর রায়।
* * * * * *
* * * * * ।।