দেখ দেখ গোরা-রূপ-ছটা।
হরিদ্রা হরিতাল হেমকমলদল
কিবা থির বিজুরীর ঘটা।।ধ্রু।।
কুঞ্চিত কুন্তলে চূড়া মালতী মল্লিকাবেড়া
ভালে ঊর্দ্ধ তিলক সুঠাম।
আকর্ণ নয়ান-বাণ ভুরু-ধনু সন্ধান
হেরিয়া মূরছে কোটি কাম।।
হেমচন্দ্র গণ্ডস্থল শ্রুতিমূলে কুণ্ডল
দোলে যেন মকর-আকারে।
বিম্ব অধরভাতি দশন মুকুতাপাঁতি
আধ-হাসি অমিয়া উগারে।।
সিংহগ্রীব গজস্কন্ধ কণ্ঠে মণিহার বৃন্দ
ভুজযুগ কনক অর্গল।
সুরাতুল করতল জিনি রক্ত উতপল
নখ-চন্দ্র করে ঝলমল।।
পরিসর হিয়া মাঝে মালতীর মালা সাজে
সূক্ষ্ম যজ্ঞসূত্র সুজঠরে।
নাভি-সরোবর জিনি রোমাবলী ভুজিঙ্গনী
কামদণ্ড কিয়ে মনোহরে।।
হরি জিনি কটিতটে কনক-কিঙ্কিণী রটে
রক্তপ্রান্ত বসনে বেষ্টিত।
হেমরম্ভা জিনি ঊরু চরণ নাটের গুরু
তাহে মণি মঞ্জীরশোভিত।।
সূক্ষ রক্তপদ্মদল শ্রেণী অর্দ্ধ মনোহর
তাহে জিনি কোঁচার বলনী।
চরণ উপরে দোলে হেরি মুনিমন ভুলে
আধগতি গজবর জিনি।।
কিবা তাহে পদাঙ্গুলি কনক চম্পককলি
অপরূপ নখচন্দ্রপাঁতি।;
তার তলে কোকনদ ভুবন-মোহন পদ
যদুচিত অলি রহু মাতি।।