“দেখ দেখ নন্দরায় কি আনন্দ শোভা পায়
বিধু যেন ঢল ঢল দেখ যমুনায়।
নব নীল ঘন চাঁদ মম্মথ জিনি ফাঁদ
অমিয়-সাগর সুখ-সায়রে ভাসায়।।”
দেখিয়া আনন্দ বড়ি নন্দঘোষ রূপ হেরি
ধরণে নাহিক মেন যায়।
কোলে লয়ে নন্দরাণী– “ও মোর যাদুয়ামণি”
চুম্বন করিয়া কাঁদে মায়।।

“এ বেশে কেমনে বনে যাইবে ধেনুর সনে
পদযুগ অতি সে কোমল।
বিষম ভানুর তাপ লাগিবে সে উততাপ
জানিবা গলিয়া হয় জল।।

এই বড় উঠে ভয় হেন মোর মনে লয়
তৃণাঙ্কুর বাজে বা চরণে।
ঘরে বসি থাক বাপু তোমা না পাঠাব কভু”–
দীন চণ্ডীদাস ইহা ভণে।।