দেখ সখি গৌরচন্দ্র বর রঙ্গী।
ঝুলত যুগল কিশোর যৈছন
চলত সোই করি ভঙ্গী।।ধ্রু।।
রচই শিঙ্গার ঝুলনসুখ হোয়ব
মনহি ভেল উপনীত।
তৈছন সহচর গাওত আনন্দ
গৌর পহুঁক মনোনীত।
হেরি গদাধর লহু লহু বোলত
মন মাহা কিয়ে ভেল রঙ্গ।
আজু হাম তুয়া সনে ঝুলন বিলসব
সহচরগণ করি সঙ্গ।।
ঐছে বিলাস গৌর পহুঁ বিলসয়ে
পূরব প্রেমরসে ভোর।
কহ শিবরাম মনহি মুখ ঐছন
কোই করব অব ওর।।