দেবতী আসিয়া ঘরেতে পশিয়া
শয়নে দেখিয়া কান।
গায়ে হাত দিয়া তারে জাগাইয়া
করাইল সাবধান।।
সত্বরে উঠিয়া তাহারে বন্দিয়া
নয়ন কচালে হাতে।
আশিস পাইয়া বাহির হইয়া
মিলিলা সখার সাথে।।
যত দাসগণ করিয়া যতন
ধোয়াইল মুখচান্দে।
দেখিয়া বদন মরয়ে মদন
ফাঁপরে পড়িয়া কান্দে।।
সখাগণ সঙ্গে নানা রসরঙ্গে
খড়িকে আইলা হরি।
গাবী বৎস সব করে হাম্বা রব
দোহয়ে মুটকি ভরি।।
দোহন মোহন না যায় কথন
আনন্দে আকুল গাই।
শেখর যতনে কহয়ে গোপনে
এ পথে আসিবে রই।।