“দেহ দরশন করহ ভোজন
শাঙলী ধবলী”–বলি।
দুটি কর ভরি এ অন্ন-ব্যঞ্জন
ডাকিছেন বনমালী।।
“কোথা আছ তোরা দেখা দেহ মোরে
হৃদয় পরাণ কাঁদে।
তোমার বিহনে জানি এ পরাণে
মোর বুক নাহি বাঁধে।।”
কাঁদে যদুনাথ বুকে দিয়া হাত
ফুকরি ফুকরি রোই।
“তোমা না দেখিলে এই বনভিতে
শাঙলী ধবলী গাই”–
এ বোল বলিতে ফুকরি রোইতে
নন্দের নন্দন কান।
* * * * * *
“না যাব গৃহেতে রহি বনভিতে
তোমরা চলিয়া যাও।
ঘরে গিয়া কহ মায়ের সাক্ষাতে
আমার শপথি খাও।।
ধেনু হারাইয়া না পাইল খুঁজিয়া
কানাই রহিল তথা।।”
শুনি সখাগণ বিরস বদন
হৃদয়ে পশিল ব্যথা।।
কাঁদিয়া আকুল বালক সকল
কানুর বদন চায়।
দেব-অগোচর সে জন মোহিত
চণ্ডীদাস গুণ গায়।।