ধনী প্রবেশিল কুঞ্জ-বনে।
অতি হরষিতে আনন্দিত-চিতে
মিলিলা শ্যামের সনে।।ধ্রু।।
হের দেখসিয়া দেখ ওগো সই
হের দেখসিয়া আসি।
জলদের কোলে করে ঝলমলে
যেমন উদয় শশী।।
দেখ না কুঞ্জের মাঝে গো সই
দেখ না কুঞ্জের মাঝে।
অতি-অদভুত দেখ না বেকত
ভ্রমর-কমল সাজে।।
কিবা সে দোহাঁর রূপ ওগো সই
কিবা সে দোহাঁর রূপে।
নিমানন্দ দাসে হেরিয়া বিলাসে
ডুবিল রসের কূপে।।