ধরম করম গেল গুরু-গরবিত।
অবশ করিল কালা কানুর পীরিত।।
ঘরে পরে কি না বলে কবির হাম কি ।
কেবা না করয়ে প্রেম আমি সে কলঙ্কী
বাহির হইতে নারি লোক-চরচাতে।
হেন মনে করে বিষ খাইয়া মরিতে।।
একে নারী কুলবতী অবলা বলে লোকে।
কানু-পরিবাদ হৈল,পুড়্যা মরি শোকে।।
খাইতে নারি যে কিছু রহিতে নারি ঘরে।
ভাবিতে ভাবিতে ব্যাধি সামালা অন্তরে।।
জারিলেক তনু মন ব্যাপিয়া শরীরে।
চণ্ডীদাসে বলে ভাল হইবে সুস্থিরে।।