ধর ধর ধর রে নিতাই আমার গৌরে ধর।
আছড় সময়ে অনুজ বলিয়া
বারেক করুণা কর।।ধ্র।।
আচার্য্য গোসাঁই, দেখিও নিতাই,
আমার আঁখির তারা।
না জানি কি ক্ষণে, নাচিতে কীর্ত্তনে,
পরাণে হইব হারা।।
শুনহ শ্রীবাস, কৈরাছে সন্ন্যাস,
ভূমিতলে গড়ি যায়।
সোনার বরণ, ননীর পুতলি,
ব্যথা না লাগয়ে গায়।।
শুন ভক্তগণ, রাখহ কীর্ত্তন,
হইল অধিক নিশা।
কহয়ে মুরারি, শুন গৌরহরি,
দেখহ মায়ের দশা।।