ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে না।
এখনি ঘুমালো রাই জাগিলে আর ঘুমাবে না।।
ও ললিতে তোর মুখে কি ছোট কথা আসে না।
হেই নিশি তোর পায়ে পড়ি আজ যেন পোহাসনা
আমরা হবো বনবাসী না হয় গৃহে যাব না।
কুলের মূল উপাড়ি ফেলি করব কুলের লাঞ্ছনা।।
যে যা বলে বলুক সে তা কারু কথা শুনব না।
কলঙ্ক-মালা গলায় দিয়ে হিয়ায় করব দোলনা।।
শ্যাম কলঙ্কের জোড় ডঙ্কা দেশ বিদেশে ঘোষণা।
বাজায়ে বাজায়ে তার উপরে তুলব নিসানা।।
জ্ঞানদাসে বলে ভাল এই যে মনের বাসনা।
ঐ চরণে প্রাণ সঁপেছি আর তো কিছু চাহি না ।।