ধীরে ধীরে নীরে কর পার। তুফান দেখে হাল ছেড়ো না, রসিক কাণ্ডার।
কুখেনে মেলিলা খেবা, অঘোর করিছে দিবা, মাঝে গাঙ্গে ডুবাইলে তরী, কলঙ্ক তোমার।
কহে হীন দুলা মিঞা, শুন লো ব্রজের মাইয়া, ভজ গো রসিক নাইয়া হইবে সুসার।