ধেনু সনে আওত নন্দদুলাল।
গোধূলি ধুসর, শ্যাম কলেবর,
আজানুলম্বিত বনমাল।।
ঘন ঘন শিঙ্গা বেণুরব শুনইতে,
ব্রজবাসীগণ ধায়।
মঙ্গল থারি, দীপ করে বধূগণ,
মন্দির দ্বারে দাঁড়ায়।।
পীতাম্বর ধর, মুখ জিনি বিধুবর
নবমঞ্জরী অবতংস।
চূড়া ময়ূর, শিখণ্ডক মণ্ডিত,
বায়ই মোহন বংশ।।
ব্রজবাসীগণ, বাল বৃদ্ধ জন,
অনমিখে মুখশশী হেরি।
ভুলিল চকোর, চাঁদ জনু পাওল
মন্দিরে নাচয়ে ফেরি।।
গো গণ সবহুঁ গোঠে পরবেশল,
মন্দিরে চলু নন্দলাল।
আকুল পন্থে, যশোমতী আও,
জ্ঞান ভাণত রসাল।।