ননদিনী রস-বিনোদিনী
ও তোর কুবোল সহিতে নাহি আমি।।ধ্রু।।
(ননদিনী)
ঘরের ঘরণী জগত মোহিনী।।
প্রত্যূষে যমুনাএ গেলি।
বেলা অবশেষ নিশি পরবেশ
কিসে বিলম্ব করিলি।।

(শ্রীরাধা)
প্রত্যুষে বেহানে কমল দেখিয়া
পুষ্প তুলিবারে গেলাম।
বেলা উদনে কমল মুদনে
ভোমরা দংশনে মৈলাম।।
কমল কন্টকে বিষম সঙ্কটে
করের কঙ্কণ গেল।
কঙ্কণ উখটিতে ডুব দিতে দিতে
দিন অবশেষ ভেল।।
শীর্ষের সিন্দূর নয়ানের কাজল
সব ভাসি গেল জলে।
হের দেখ মোর অঙ্গ জর জর
দারুণি পদ্মের নালে।।
কুলের কামিনী কুলের নিছনি
কুলে নাই তোর সীমা।
আরতি মাগনে আলাওলে ভণে
জগত মোহিনী রামা।।