নন্দক গোপাল যেন দুর্বাদলশ্যাম।
রাতুল বসন পরে অভি অনুপাম।।
মেদুর মধুর হাসি কমল বিকাশে।
সদায় আনন্দলীলা কৌতুক প্রকাশে।।
বিনোদ চূড়াটি তাহে নাগেশ্বর গাঁথা।
চন্দন তিলক তাহে মৃগমদলতা।।
নানা আভরণ অঙ্গে ফুলে করে আলা।
উরপরে দুলিছে বনজ ফুলমালা।।
কাচনি মুরলী করে কনক পাঁচনি।
চলিতে নূপুর বাজে রুনুঝুনু ধ্বনি।।