নন্দের ঘরণী শুনহ কাহিনী
তুরিতে চলহ ঘরে।
রাইয়ের বিলম্ব হইলে জটিলা
বিষম জানি সে করে।।
সাজায়া কাছায়া রাধারে লইয়া
যাউক তোমার লোকে।
জটিলা তোমার দেখিয়া বেভার
ভরসা বান্ধুক বুকে।।
কুটিলা কুমতি সদাই কুরীতি
ছিদ্র চাহিয়া বুলে।
বড় সে বাউড়ি কথার বাগুড়ি
কোণেতে বসিয়া তোলে।।
শুনিয়া বচন চলিলা ভবন
কানুরে বিদার দিয়া।
শেখর হাসিয়া নাগরে ঠারিয়া
রাণীরে চলিল লৈয়া।।