নন্দ-দুলাল নাচত ভাল
যশোদা তাহে ধরত তাল
সবহুঁ বোলত ভাল ভাল
হেরি মোহিত ব্রজকি নারি।
জলদ-নিন্দি সুন্দর শ্যাম
কণ্ঠ হি মণি মোতিম-দাম
বিন্দু বিন্দু চুয়ত ঘাম
তাহে অধিক হোয়ে মাধুরি।।
যশোদা রচিত সুন্দর সাজ
মোহন নাচত আঙ্গিনা মাঝ
সবহুঁ ভুলত নিজহি কাজ
হেরি নয়ন-ভঙ্গি-চাতুরি।
হিলত অঙ্গ বিবিধ রঙ্গ
হেরি সবহুঁ পুলক অঙ্গ
তাহে কতহি মদন ভঙ্গ
হেরি অপরূপ রূপ মাধুরি।।
বদন চাঁদ হসিত মন্দ
বচন কহত অমির ছন্দ
তাহে উদয় আনন্দ-কন্দ
সবহুঁ নয়নে খলত বারি।
শুনিয়া রাই চলত ধাই
তুরিতে নন্দ- মহলে যাই
নয়ন ভুলল বদন চাই
আনন্দে ভাসল কিশোরি গোরি।।
উদয় ভানু নাচত কানু
ধূলি-ধূসর চিকণ-তনু
করেতে শোভিছে মোহন বেণু
তিরি জগ জন-মন-বিহারি।
উভ করি বান্ধি চাঁচর-চুল
বেড়িয়া মল্লিকা মালতি-ফুল
কুলবতি-গণ ভাঙ্গল কুল
হেরিয়া চান্দমুখ উজোরি।।
কেশরি জিনিয়া অধিক মাঝ
ঘাঘর ঘুঙ্ঘুর কিঙ্কিণী বাজ
শুনিয়া মোহিত মদনরাজ
কি আনন্দ আজু নন্দের পুরী।
অরুণ-চরণে মঞ্জির বোলে
নিমানন্দ দাস পড়িল ভোলে
কৃপা করি রাখ তাহারি তলে
এই আশাই আমি সদাই করি।।