নন্দ সুনন্দ যশোমতী রোহিণি
আনন্দ করত বাধাই।
গোকুল নগরলোক সব হরষিত
নন্দমহল চলু ধাই।।
গোরোচনা জিনি গোরি সুনাগরি
নব নব রঙ্গিণি সাথ।
নন্দসূনু সবে হেরইতে আনন্দে
লোক চলত পথ মাঝ।।
আনন্দে কো করু ওর।
পন্থহি গান তান কত করতহিঁ
মনসুখে সব জন ভোর।।ধ্রু।।
আওল নন্দমহল মহা আনন্দে
অঙ্গনে ভেল উপনীত।
যশোমতী রোহিণি লেই সব গোপিনী
করতহি সব জনে প্রীত।।
যশোমতী বয়ন হেরি সভে পূছত
কৈছন বালক দেখি।
জনম সফল তুয়া আনন্দ ধন জন
পুণ্য ভুবনে কত লেখি।।
গোপ গোপীগণ দধি ঘৃত মাখন
ঢালত ভারহি ভার।
কহ শিবরাম সকল দুখ মীটল
আনন্দে কো করু পার।।