নবনত্তা ভেল সকল নগর
আনন্দ হইলা বড়ি।
সুখের সায়রে সভাই ভাসিল
নিজ গৃহ সবে ছাড়ি।।
গৃহের বাসনা তেজে সব জনা
দিবা নিশি নাহি জানে।।
এইমত সবে আনন্দ উচ্ছব
নন্দের মহল পানে।
* * * * * *
নব নব রামা দেখি তার প্রেমা
কহিছে সভার আগে।
“এমত ছায়ালে কখন না দেখি
সভার হিয়াতে জাগে।।
বড় ভাগ্যবতী এ নন্দ-জসদা
তপের নাহিক ওর।
তপের মহিমা দিতে নাহি সীমা
এমত ছায়াল কোর।।”
নব নব রামা এসব বচনে
হেরই বালক-মুখ।
গিহ-কাজে চিত না রএ বেকত
দূরে জাউক জত দুঃখ।।
নন্দের আনন্দ– তুষি সব জন
দিছেন অনেক দান।
ধেনু লাখ শত দুগ্ধবতী কত
ইহা না করেন আন।।
সব সমাধান করিলা করন
এ নবনত্তার বিধি।
বহু ধন দিআ সভারে তুষিল
চণ্ডিদাস বলে সিদ্ধি।।