নবীন কিশোরী মেঘের বিজুরী
চমকি চলিয়া গেল।
সঙ্গের সঙ্গিনী সকল কামিনী
ততহি উদয় ভেল।।
সই দেখি নাই হেন নারী।
ভঙ্গিম রঙ্গিম ঘন সে চাহনি
গলে যে মোতিম হারি।।
অঙ্গের সৌরভে ভ্রমরা ধাওয়ে
ঝঙ্কার করয়ে যাই।
অঙ্গের বসন ঘুচায় কখন
কখন ঝাঁপয়ে তাই।।
মনের সহিতে মরম কৌতুকে
সখীর কান্ধেতে বাহু।
হাসির চাহনি দেখাল কামিনী
পরাণ হারানু তাহু।।
চলন ভঙ্গী অতি সুরঙ্গী
চাপটিল জীবন মোর।
অঙ্গুলির আগে চাঁদ যে ঝলকে
পড়িছে উছলি জোর।।
চাহে যাহা পানে বধয়ে পরাণে
দারুণ চাহিন তার।
হিয়ার ভিতরে পাঁজর কাটিয়ে
বিঁধিল বাণ যে মার।।
জরজর হিয়া রহিল পড়িয়া
চেতন নহিল মোর।
চণ্ডীদাসে কয় ব্যাধি সমাধি নয়
দেখিয়া হইনু ভোর ।।