নবীন মেঘের ছটা জিনিয়া বিজুরিঘটা
ভালে কোটি চন্দনের চান্দ।
শিরে শিখি শ্রীখণ্ড ঝলমল করে গণ্ড
মুখমণ্ডল মোহন ফান্দ।।
রাম কানাই দোঁহে ভুবনমোহন বেশে
বনে যায় গোধন লইয়া।
শিঙ্গা বেণু লাখে লাখে বাজায় ব্রজবালকে
ডাকে সভে শ্যামলী বলিয়া।।
সোনার নূপুর তাড়বালা আপাদলম্বিত মালা
রঙ্গে সব সঙ্গে শিশু ধায়।
কটিতে কিঙ্কিণী রোল আবা আবা আবা বোল
ভাবভরে কেহ নাচে গায়।।
ধ্বজবজ্রাঙ্কুশ চিহ্ন রহি যায় ভিন্ন ভিন্ন
তাহে অলি বসি করে গান।
জ্ঞানদাসেতে বলে আনন্দে যমুনাকূলে
হেরি দুই ভাইয়ের বয়ান।।