নাগরি নওল নওল বন-নাগর
নব-নব সঙ্গিনি সঙ্গে।
মরকত-রতন কনক-নব-দরপণ
কেলি-রভস-রস-রঙ্গে।।
জয় জয় সুন্দর যুগল-কিশোর।
দুহুঁ-অবলোকনে দুহুঁ-তনু পুলকিত
কো কহু প্রেমক ওর।।ধ্রু।।
দুহুঁ-মুখ-চন্দ্র- সুধা-অবগাহনে
দুহুঁ দুহুঁ নয়ন-চকোর।
ভুজে ভুজ-বন্ধন ঘন পরিরম্ভণ
মদন-কলা-রসে ভোর।।
বিগলিত কেশ বেশ কুসুমাবলি
বিগলিত নীবি-নিবন্ধ।
বাজত বলয় নূপুর মণি-কিঙ্কিণি
মনমথ-সমর-সুছন্দ।।
শ্রম-জন দুহুঁক কলেবর লাগল
মণিময় মঞ্জীর বাজে।।
রতি-অবসানে অবশ দুহুঁ কলেবর
বৈঠল কুসুমিত-শেজে।।
ললিতা নিজ করে দুহুঁ মুখ মোছই
বেশ বসন পহিরায়ে।
দুহুঁকর কেশ কবরি দেই সম্বরি
ভালে তিলক নিরমায়ে।।
সেবন করই রূপ-রতি-মঞ্জরি
তাম্বুল দেই দুহুঁ-বয়নে।
ঘন-চন্দনে করু তনু অনুলেপন
বীজই শীতল পবনে।।
চরণ-সম্বাহন করতহি সেবনি
উলসিত চিত অভিলাষে।
সো রূপ চরণ হৃদয় করি ধারণ
কহতহি গৌরাঙ্গ দাসে।।