নাগরী নাগরী নাগরী। কত প্রেমের আগরী নব নাগরী ।। ধু
কনক কেতকী চম্পা তড়িত বরণী। ইন্দীবর নীলমণি জলদ বসনী।।
মৃগ পঙ্কজ মীন খঞ্জন নয়ানী। কামধনু ভ্রমর পংক্তি ভুরু ভুজঙ্গিনী।।
নাসা তিল ফুল খগ চাম্পাকলি জিতা। যামি জল বহন্তি বেণী ঝাঁপি ঝলকিতা।।
ভালে সে সিন্দুরবিন্দু শোভে কেশশোভা । জিনি ইন্দীবর বাহু তমালের আভা।।
ভালে বিরাজিত বর উরে মোতিম হারা। হংস বক শ্রেণী গঙ্গা জল দুগ্ধ ধারা।।
কহ সালবেগ হীন জগত পামরা। রসের কলিকা রাই কানু সে ভ্রমরা।।