নাগরী নাগর শ্যাম রাজে।
রঙ্গে মিলল দোঁহে মণ্ডলী মাঝে।।
রতি রসে পুলকিত অঙ্গ।
উপজল কত কত মদন তরঙ্গ।।
বিগলিত কেশ বেশ ভেল ভঙ্গ।
রতি রসে আবেশে বাড়ল দুহু অঙ্গ।
রাস রসিকবর বিলসই রাধা।
গৌর আধতনু শ্যামরু আধা।।
দুহুঁ সুখে আপনে নাাহি রস ভোর।
হেম মরকত জনু নাগর জোর।।
ভুজে ভুজে বেড়ি অধররস লেল।
দুহু মুখ চাঁদ দুহু চুম্বন দেল।।
দুহুক মরম দুহু জানল ভাল।
জ্ঞানদাস কহে মদন রসাল।।