নাচত নটবর কান।
রসবতী পুন পুন হেরই বয়ান।।
বাজত কত কত যন্ত্র রসাল।
গাওত সহচরি দেওত তাল।।
চৌদিগে বেঢ়ল নটিনী-সমাজ।
মাঝে শোভত তহিঁ নটবর রাজ।।
নটনটিনীগণ ভেল এক সঙ্গ।
চলত চিত্রগতি অঙ্গবিভঙ্গ।।
করে কর জোড়ি ভোরি নাচে বালা।
মদন গাঁথল জনু চাঁদকি মালা।
পদতল তাল ধরণিপর ধারি।
নাচত রঙ্গিণী সঙ্গে মুরারি।।
হেরি ললিতা সখী লেয়লি ডম্ফ।
বিকট তাল তব করলি আরম্ভ।।
হাসি কমলমুখী কহে শুন কান।
ইহ পর পদগতি করহ সুঠান।।
মাতি মদনমদে মদনগোপাল।
বিকট তালপর নাচত রসাল।।
রীঝি দেয়লি ধনী মোতিম মাল।
সুখভরে শেখর কহে ভালি ভাল।।