নাঞি জানি নাঞি সুনি মনে পাই তাপ।
পরবস পিরিতি আন্ধিআ ঘরে সাপ।।
শুন ল সৈ বড়ই পিরিতি বিসম।
না পাই মরমজন কহিএ মরম ।।
গৃহে গুরু-গঞ্জন কুবচন জ্বা [লা]।
কতনা সহিব দুখ পরাধিন বালা।।
পিরিতি বেআধি যদি অন্তরে সামাইল
ওসধ খাইতে জদি প্রাণ জদি গেল।।
চণ্ডিদাস বলে পিরিতি বিসম।
জিঅন্তে জেমন করে নেউক সমন।।