নিকুঞ্জের মাঝে রাধা কান।
হিয়ায় হিয়ায় দোঁহার বয়ানে বয়ান।।
ঘন ঘন চু্ম্বন ঘন রস-ভাষ।
ঘন রসে মগন নাই পরকাশ।।
ঘন আলিঙ্গন ঘন করু কোর।
অতি রসে দুহুঁ জন ভেল বিভোর।।
বিপরিত লাগি তহিঁ নাগর-রায়।
ঐছনে রচতহি তাক উপায়।।
বুঝি সুবদনি ধনি তাকর সুখ।
ঐছন বচনে ভেল উনমুখ।।
কহ শিবরাম পুরল অভিলাষ।
চিরদিনে বিপরিত করয়ে বিলাস।