নিকুঞ্জ-সহর সব গোপীগণ
সাজাইল সারি-সারি।
দুদিকে কুটীর আয়রি বান্ধল
রসিক চতুর ধারী।।
বাজার দুসারি যত ব্রজনারী
সহরে বৈঠল তারা।
চিত্রা দেবী ভেল রাজ কারবার
ঐছন সবার ধারা।।
সহর-কোটাল হইল রসাল
এ নব -নাগর কান।
রাজকর সাধে রসিক নাগর
মনে ভেল অনুপাম।।
কোটাল প্রহরী রসিক নাগরী
সাধয়ে রসের দান।
* * * * * *
* * * * *।।
রাজার দোহাই দোসারি ফিরাই
ফিরিয়া চলত তাই।
করহ চৌদল ফিরাই সুন্দর
রচহ উপায় এই।।
এ নব নাগরী চৌদল করল
রাধা চড়াইল তায়।
লইয়া সহরে ফিরায় সুন্দরী
দীন চণ্ডীদাস গায়।।