নিতি নিতি আসি যাই এমন কভু দেখি নাই
কি খেনে বাড়াইলু পা জলে।
গুরুয়া গরব কুল নাশইতে কুলবতী
কলঙ্ক আগে আগে চলে।।
বড়িমাই কি দেখিলুঁ যমুনার ধারে।
কালিয়া বরণ এক মানুষ আকার গো
বিকাইলু তার আঁখিঠারে।।
শ্যাম চিকনিয়া দে রসে নিরমিল কে
প্রতি অঙ্গে ঝলকে দাপনি।
ভুবনমোহন ঠাম দেখিয়া কাঁপয়ে কাম
কান্দে কত কুলের রমণী।।
না জানি না শুনি তায় সেবা কোন দেবতায়
তেঁই সে তাহার হেন রীত।
জ্ঞানদাসেতে কয় না করিলে পরিচয়
কে জানিবে তাহার চরিত।।