নিত্যানন্দ সঙ্গে নাচে প্রভু গৌরচন্দ্র।
সঙ্গে সঙ্গে নাচে পারিষদ ভক্তবৃন্দ।।
অবনী ভাসিয়া যায় নয়নের জলে।
দুবাহু তুলিয়া সভে হরি হরি বোলে।।
ভাবে গর গর অঙ্গ কত ধারা বয়।
পতিতের গলে ধরি রোদন করয়।।
আপনার ভক্তগণে ডাকয়ে আপনে।
হাসে কাঁদে নাচে গায় আপনা না জানে।।
গোবিন্দ মাধব বাসু হের আইস বলি।
যদু কহে কাঁদে প্রভুর পরাণ-পুতলি।।