নিদারুণ পরাণের বন্ধু রে, বড়ো নিদারুণ ।
হয় রে ইদরেতে জ্বালাইয়া দিলায় পিরিতের আগুইন রে।
ও আমার বন্ধু বড়ো নিদারুণ রে। ধু
বাঁশীটি বাজাও বন্ধুরে, আমারে শিখাও,
ওয় রে, আমি বাজাই মোহন বাঁশী বন্ধু, তুমি ভুলিলাও রে।
আর কদম্বেরি ডালে বসি’ বন্ধু রে, বাঁশীটি বাজাও,
হয় রে, নাম ধরিয়া ডাকে বাঁশীরে প্রাণি নিতে চায় রে।
আর গয়া-কাশী বিচারিলু বন্ধু, তিরতিয়া বানারসী,
কাল নিদ্রাতে গিয়া দেখি দমে ফুঁকে মোহন বাঁশী রে।
আর শা হুছন আলমে কয় বন্ধুরে, আছি একাশরী,
বন্ধুরে বিচারতে আমারে কাল ননদী বয়রী।