নিবেদন শুন শুন বিনোদ নাগর ।
তোমারে ভজিয়া মোর কলঙ্ক সাগর।।
পর্ব্বতসমান কুলশীল তোয়াগিয়া।
ঘরের বাহির হইলাম তোমার লাগিয়া।।
নব রে নব রে নব নবঘনশ্যাম।
তোমার পিরীতিখানি অতি অনুপাম।।
কি দিব কি দিব বঁধু মনে করি আমি।
যে ধন তোমারে দিব সেই ধন তুমি।।
তুমি আমার প্রাণবঁধু আমি হে তোমার ।
তোমার ধন তোমারে দিতে ক্ষতি কি আমার।।
দ্বিজ চণ্ডীদাস কহে শুন নিবেদন।
কৃপা করি এ দাসীরে দেহ শ্রীচরণ।।