নিরুপম কাঞ্চন- রুচির কলেবর
লাবণি বরণি না হোয়।
নিরমল বদন বচন অমিয়াসব
লাজে সুধাকর রোয়।।
হেরলুঁ রে সখি রসময় গৌর।
বেশবিলাসে মদন ভেল ভোর।।ধ্রু।।
লোল অলকাকুল তিলক সুরঞ্জিত
নাসা খগপতি তূণ।
ভাঙ কামান বাণ দৃগঞ্চল
চন্দনরেখা তাহে গুণ।।
কম্বুকণ্ঠে মণি- হার বিরাজিত
কাম কলঙ্কিতশোভা।
চরণ অলঙ্কৃত মঞ্জীর ঝঙ্কৃত
রায়শেখর মনোলোভা।।