নীলমণিঅঁকুর মুকুর নব আভা।
তাহে কি কহব শ্যাম শশিমুখশোভা।।
চান্দ হেন বলি যদি বলিতে লাজাই।
উহ কলঙ্কত ইথে কলঙ্ক না পাই।।
অতি অপরূপ কালিন্দী নীপতলে।
নব রঙ্গ ফুলমাল হিয়ায় হিলোলে।।ধ্রু।।
চূড়ায় বরিহা নব মল্লিকা বকুল।
গাঁথিয়া ভাতিয়া তথি মুকুতা অমূল।।
অলি মধু পিয়ে তায় বসি থরে থরে।
আজু পুণ্যে পরাণ লইয়া আইলুঁ ঘরে।।
অঙ্গের তরঙ্গে রঙ্গে কত কত কাম।
আঁখির পলকে তাকি অনেক সন্ধান।।
রূপর অবধি বৈদগধি অপরূপ।
জ্ঞানদাস কহে যত কহিলা স্বরূপ।।