নীলোৎপল মুখ-মণ্ডল
ঝামর কাহে ভেল।
মদন জ্বরে তনু তাতল
জাগরে নিশি গেল।।
সিন্দূরহি পরিমণ্ডিত
চৌরস কাহে ভাল।
গোবর্দ্ধনে গৌরিক সেবি
সিন্দূর তথি লেল।।
নখ-বিক্ষত বক্ষসি তুয়া
দেয়ল কোন নারি।
কন্টকে তনু ক্ষত বিক্ষত
তোহে ঢুঁড়ইতে গোরি।।
নীলাম্বর কাহে পহিরলি
পীতাম্বর ছোড়ি।
অগ্রজ সঞে পরিবর্ত্তিত
নন্দালয়ে ভোরি।।
অঞ্জন কাহে গণ্ড-স্থলে
খণ্ডনে কাহে অধরে।
উত্তর-প্রতি- উত্তর দিতে
পরাজয় শশিশেখরে।।