নয়ানকোণের অলখ বাণে
হিয়ার মাঝে কাঁপ।
মুখের ছান্দে মরম কান্দে
অইসে মনে জাপ।।
ভালের তিলক আলোক ভুবন
মদন পালায় লাজে।
ঘরের নিয়ড়ে রহিতে নারি
আগুন লাগিল কাজে।।
কি আর লোকের লাজে, আকুল পরাণি।
কি করিতে কিবা করি কিছুই না জানি।।ধ্রু।।
হাসির মিশালে বাঁশীর নিশাসে
রসের ছান্দে কয়।
রসের ইঙ্গিতে অশেষ ভঙ্গিতে
কতেক প্রাণে সয়।।
অঙ্গের পরশে যৌবন জীবন
সফল করিয়া মানে।
রমণী হইয়া তারে না ছুঁইলে
কি তার ছার জীবনে।।
সঘনে শিহরে গা ঘন উঠে হাই।
পাই বা না পাই চিতে পরতীত নাই।।
জ্ঞানদাস কহে মো পুনি কহিল
আপন মনের বোলে।
সাধের শেজে শুতিয়া রহিলে
পাইয়া আপন কোলে।।