পথে জড়াজড়ি দেখিলুঁ নাগরী
সখীর সহিতে যায়।
সকল অঙ্গ মদন-তরঙ্গ
হসিত বদনে চায়।।
সই, কে বল মোহিনী সেহ।
বিধি পাই সহায় এমতি হয়
তা সনে করি যে লেহ।। ধ্রু
নীল মুকুতার হার মনোহর
শোভিত দেখি যে গলে।
যেন তারাগণ উদিত গগন
চাঁদেরে বেড়িয়া জ্বলে।।
কুচ যে মণ্ডলী কনক কটোরি
বনালে কেমন ধাতা।
হাসির যে রাশি মনের যে খুসি
দান যে করিছে দাতা।।
চণ্ডীদাসে কয় মনে করি ভয়
কি দান মাগিবা তায়।
যে ধন মাগয়ে তাহা না পাইয়ে
অপযশ রহি যায়।।