পাইয়া বাঁশি নাগর হাসি
বসিলা সভার পাশে।
সকল বালা চাঁদের মালা
মুচকি মুচকি হাসে।।
বনদেবতি আসিয়া তথি
মনে কৈল অনুমান।
বদন শুখা দেখিয়া ভুখা
করাইল মধুপান।।
হইয়া শীতল কামে বিকল
রাধা কানুর মন।
মনদ কলা পঢ়এ বালা
পাইয়া বিরল বন।।
চতুর সখী দোঁহারে রাখি
কেলি বিলাসের ঘরে।
ছলনা করি আইলা সরি
ফুল গাঁথিবার তরে।।
ভর যুবতী নাগরি তথি
নাগর করি কোরে।
মদন দুখী শেখর সুখী
তিতিল আঁখির লোরে।।