পিয়ার পিরিতে জাগি ঘুমায়লুঁ
না জানি বিহান নিশি।
কানুর সঙ্গের অঙ্গের সৌরভ
ননদী পাওল আসি।।
ননদী বলে গা তোল বড়ুয়ার ঝি।
সে হেন অঙ্গের এমন বিতথা
লোকে না বলিবে কি।।
কেন তোর তনু হেন বিবরণ
মলিন চাঁদের কলা।
মত্ত করিবরে মথিয়া থুইয়াছে
শিরীষ কুসুম মালা।
কে দিলে যে হের রঙ্গের নূপুর
কে দিল এমন হার।
তড়িত জিনিয়া বরণ বসন
গুপতে আনিলি কার।।
আপাদ মস্তক নাহি পরকাশ
কে দিলে তাম্বুল গুয়া।।
নাসার বেসর ভালে সে তিলক
কে দিলে এমন ছান্দে।
খঞ্জন-নয়নে অঞ্জন রঞ্জিত
জ্ঞান পড়িলে ধান্দে।।