পুর্ব্ব কথা কহি সুন অপুর্ব্ব কথন।
দৈবকি-উদরে জন্ম হৈল সঙ্করসন।।
দেবের বাক্যতা আছে সেকথা বিস্তার।
বসুদেবের ছয় পুত্র বধে বারে বারে।।
সপ্তম গর্ভে জন্ম হইলা সঙ্করসন।
গর্ভে হইতে আনিবারে করিলা গমন।।
দেবতার আজ্ঞা হইল–“সুনহ ভবানি।
দৈবকির সপ্তম গর্ভ জানিল এ * *।।
ছয় পুত্র নষ্ট করিলা জেই কংসাসুর।
এই পুত্র হইবেক, বধির অসুর।।
তুরিত গমনে জাহ দৈ * * * * *।।
সেই পুত্র জন্ম হব রুহিনি -ওদরে।।
দৈবকিরে কহ গিয়া সব বেবরন।
রোহিনির গর্ভে জে সঙ্করসন।।
আইলা ভবানি তবে দৈবকির ঘরে।
কহিতে লাগিলা সব দেবের বাক্য সরে।।
“তো * * সপ্তম গর্ভে জন্মিলা জেই পুত্র।
রোহিনির গর্ভে জন্ম হব * সুত্র।।”
সেই পুত্র ভবানি লইঞা গেলা * ।
রোহিনির গর্ভে থাপি চলিলা সর্ব্বথা।।
রোহিনির গর্ভে জন্ম হইল সঙ্করসন।
চলিলা দেবের * হরস বদন।।
কহিল সকল তত্ত অভয়া পার্ব্বতি।
দৈবকির গর্ভে পুত্র জনমিল তথি।।
তাথে স * আগেতে হইল।
নন্দের ঘরেতে পুত্র রোহিনির হল্য ।।
পশ্চাতে অষ্টম গর্ভে কৃষ্ণ আসি জন্মে।
* * সা কহি এই মর্মে ।।
জসদা-নন্দন আর রোহিনি-নন্দন।
গর্গমুনি করি দুহে এ নামকরণ।
* নহ বড় অপরূপ কথন।
মন দিঞা মহারাজা করহ শ্রবন।।