পূরূব জনম দিবস দেখিয়া
আবেশে গৌর রায়।
নিজগণ লয়ে হরষিত হয়ে
নন্দ মহোৎসব গায়।।
খোল করতাল বাজয়ে রসাল
কীর্ত্তন জনমলীলা।
আবেশে আমার গৌরাঙ্গ সুন্দর
গোপবেশ নিরমিলা।।
ঘৃত ঘোল দধি গোরস হলদি
অবনী মাঝারে ঢালি।
কান্ধে ভার করি তাহার উপরি
নাচে গোরা বনমালী।
করেতে লগুড় নিতাই সুন্দর
আনন্দে আবেশে নাচে।
রামাই মহেশ রাম গৌরীদাস
নাচে তার পাছে পাছে।।
হেরিয়া যতেক নীলাচল লোক
আনন্দ সাগরে ভাসে।
দেখিয়া বিভোর আনন্দ সাগর
এ জনমোহন দাসে।।