প্রণাম করিয়া মায়
চলিলা যাদব রায়
আগে পাছে ধায় শিশুগণ।
ঘন বাজে শিঙ্গা বেণু
গগনে গোখুররেণু
শুনি সভার হরষিত মন।।
আগে আগে বৎসপাল
পাছে ধায় ব্রজপাল
হৈ হৈ শবদ ঘন রোল।
মধ্যে নাচি যায় শ্যাম
দক্ষিণে সে বলরাম
ব্রজবাসী হেরিয়া বিভোল।।
নবীন রাখাল সব
আবা আবা কলরব
শিরে চূড়া নটবরবেশ।
আসিয়া যমুনাতীরে
নানা রঙ্গে খেলা করে
কত কত কৌতুক বিশেষ।।
কেহো যায় বৃষ-ছান্দে
কেহো কারো চড়ে কান্ধে
কেহো নাচে কেহো গান গায়।
এ দাস মাধব বলে
কি শোভা যমুনাকূলে
রামকানাই আনন্দে খেলায়।।