প্রভাত হইল সবাই জাগিল
গুরু-গরবিত জনা।
গৃহ কাজ যত সব সমাধিয়া
আন পথে আনাগোনা।।
গৃহমাঝে গিয়া দেখি এল ধেয়া
শ্যামের চূড়ার মালা।
নাীল অতসীর ফুল তাহে ছিল
তা দেখি হইল জ্বালা।।
আর কাল জাদ তা দেখি বিষাদ
উঠিল বিরহ-আগি।
নয়ন খঞ্জন ঝুর এ তখন
শ্যামের বিয়োগ-লাগি।।
খেনে খেনে শ্যামল পথ পানে চায়
গৃহ কাজে নাহি মন।
কখন হরষ কখন বিরস
কি বলিতে কিবা কন।।
সময় হইল গোঠে যায় পাল
মনেতে পড়িয়া গেল।
পুরুব সঙ্কেত করিতে বেকত
তাহার লাগিয়া ভেল।।
কলরব শুনি রাই বিনোদিনী
গবাক্ষে বদন দিয়া।
চণ্ডীদাস কহে — কানু নীলমণি
তুরিতে দেখহ গিয়া।।