প্রাণনন্দিনী রাধা বিনোদিনী
কোথা গিয়াছিলা তুমি।
এ গোপনগরে প্রতি ঘরে ঘরে
খুঁজিয়া ব্যাকুল আমি।।
বিহান হইতে কাহার বাটীতে
কোথা গিয়াছিলা বল।
এ খীর মোদক চিনি কদলক
কে তোর আঁচরে দিল।।
আগোর চন্দন কস্তুরী কুমকুম
কে রচিল তোর ভালে।
কে বাঁধিল হেন বিনোদ লোটন
নবমল্লিকার মালে।।
অলকা তিলকে ললাটফলকে
কে দিল চম্পকদাম।
জ্ঞানদাস কহে সব বিবরণ
কহ জননীর ঠাম।।