প্রেম করিলে প্রেমানলে সর্বথা জ্বলিতে হয়, প্রেম করা মুখের কথা নয়।।
প্রেম করিছে যারা, জী’তে সেই মরা; সুখ-ভোগ-ক্ষিদা-নিদ্রা তেয়াগিছে তারা।
কোথায় প্রিয়সী পাব, এই খেদে রয়।।
কায়েস নামেতে ছিল এ জগতে, মজনু আশিক হইলা লায়লীর উপরেতে,
লোহার শিকল পরে রাজার তনয়।।
জোলেখা সুন্দরী ইছুফের পিয়ারী, ধনমান সব দিলা ইছুফের প্রেমে,
হারে, রাজার কুমারী হইয়া সন্ন্যাসিনী হয়।।
রাধিকা সুন্দরী কিষ্ণের পিয়ারী, রাধার প্রেমেতে কিষ্ণ হইলা দণ্ডধারী,
রাজার কুমার হইয়া কুঞ্জবন রয়।।
ইয়াছিনে বলে, দেখ ভাই সকলে, এ চৌদ্দ ভুবন পয়দা প্রেমেরি কারণে,
তে কারণে স্বর্গ ভূমি শূন্যেতে ঘুময়।।