ফল লেহ ফল লেহ ডাকে ফলওয়ারী।
চ্যুত ধান্য শুধা করে আইলা শ্রীহরি।।
পসারে ফেলিয়া ধান্য ফল দেহ বোলে।
অনিমিখে পসারিণী সে মুখ নেহালে।।
নয়নে গলয়ে ধারা দেখি মুখখানি।
কার ঘরের শিশু তুমি যাইয়ে নিছনি।।
কোন পুণ্যবতী তোমা করিলেক কোলে।
কাহারে জননী বলি স্তন পান কৈলে।।
ঘনরাম দাসে বোলে শুন পসারিণি।
ফলের সহিত কর জীবন নিছনি।।