ফুটল কুসুম, নব কুঞ্জ কুটীর বন,
কোকিল পঞ্চম গাবই রে।
মলয়ানিল, হিম শিখরে সিধারল,
পিয়া নিজদেশ না আইব রে।।
অনিমিখ নিকট, নাহ মুখ নিরখিতে,
তিরপিত নহি এ নয়ান।
এ সব সময়, সহয়ে এত শঙ্কট,
অবলা কঠিন পরাণ।।
চন্দন চাঁদ, অধিক উতপাতই,
উপবন অলি উতরোল।
সময় বসন্ত, কান্ত দূরদেশ,
জানলু বিহি প্রতিকূল।।
দিনে দিনে খিন তনু, হিমে কমলিনী জনু,
না জানি কি হয় পরজন্ত।
(জ্ঞানদাস কহ কো সমুঝয়াব,
শ্যামর নিকরুণ অন্ত।।)