ফুলক গেন্দু লেই সব সখিগণ
ডারয়ে শ্যামক অঙ্গে।
আওত শ্যাম সুঘড় রণ-পণ্ডিত
বটু সূবল করি সঙ্গে।।
অপরূপ রাইক কেলি।
দূরহিঁ তাকি গেন্দু ফেলি মারয়ে
শ্যাম অঙ্গে সখি মেলি।।ধ্রু।।
রোখলি তহিঁ রণ- রসিক শিরোমণি
ফুল ধনুক লেই হাত।
শত শত গেন্দু এক বেড়ি ডারয়ে
সবহুঁ সখীগণ মাথ।।
যূথহি যূথ রমণি ভেল একযুথ
শ্যামক অঙ্গে পড়য়ে ফুলরাশি।
ফুল ধনু ছোড়ি করহিঁ কর বারউ
গৌরদাস ইহ রস পরকাশি।।