বঁধুর আদর দেখি অনাদর
কহেন কাহিনী যতি।
“তুমি সুনাগর গুণের সাগর
কি জানি তোমার রীতি।।
হাসিয়া রসাইয়া কুল ভাঙ্গাইয়া
নিদানে এমনি কর।
এ নহে উচিত তোর অনুচিত
কালিয়া-বরণ-ধর।।
কালিয়া বরণ ধরয়ে যে জন
বড়ই কঠিন সেহ।
তা সনে পীরিতি না জানি এ গতি
এবে হে জানিল এহ।।
তখন প্রথম পীরিতি করিলে
দেখাইলে আকাশের চাঁদ।
কত মুখে হাসি বচন সেচন
ইবে সে পাতিলে ফাঁদ।।
হৃদয় যাকর কালিয়া-বরণ
সে মেনে কঠিন বড়ি।
হাসিতে হাসিতে পীরিতি করিলে
এবে সে হইল গাঢ়ি।।
আমরা হইএ কুলের বৌহারি
কি বলিতে মোরা পারি।
তাহার উচিত করিলা বেকত
শুন হে প্রাণের হরি।।”
চণ্ডীদাস কহে— “শুন বিনোদিনি
সকল স্বপন সম।
কানু ঐছন পীরিতি কেবল
কেন বা করিহ ভ্রম।।”